করোনাভাইরাস

বিশ্বে মৃত্যু ৪ লাখ ২ হাজার, যুক্তরাষ্ট্রে ১ লাখ ১০ হাজারের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৩১ লাখ মানুষ।
ব্রাজিলে পর্যাপ্ত সুরক্ষা পোশাক পরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। ৭ জুন ২০২০। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে চার লাখ দুই হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৭০ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় সাড়ে ৩১ লাখ মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৭৩০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩১ লাখ ৪০ হাজার ৯২০ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৩৬৭ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ৩৬ হাজার ৪৫৫ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৯৫২ জন।

যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪০ হাজার ৬২৫ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ৬২১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৯ জন।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে রাশিয়াতেও। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ৫ হাজার ৮৫১ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২৭২ জন।

এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৫৫০ জন, মারা গেছেন ২৭ হাজার ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯৮ জন, মারা গেছেন ৩৩ হাজার ৮৯৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৩৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯১ হাজার ১০২ জন, মারা গেছেন ২৯ হাজার ১৫৮ জন এবং সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯৬১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৭৫০ জন, মারা গেছেন ৮ হাজার ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২২৪ জন।

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৯ জন, মারা গেছেন ৮ হাজার ২৮১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ১৩২ জন, মারা গেছেন ৪ হাজার ৬৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন।

প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৪৮৬ জন, মারা গেছেন ৭ হাজার ২০৭ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৪৮ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১৯১ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৪৩৪ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৬৫ হাজার ৭৬৯ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

Comments

The Daily Star  | English

Abu sayed’s death in police firing: Cops’ FIR runs counter to known facts

Video footage shows police shooting at Begum Rokeya University student Abu Sayed, who posed no physical threat to the law enforcers, during the quota reform protest near the campus on July 16. He died soon afterwards.

9h ago