করোনায় ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াতের মৃত্যু

রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন করোনা আক্রান্ত হয়ে আজ সোমবার সকালে মারা গেছেন।
ডা. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন করোনা আক্রান্ত হয়ে আজ সোমবার সকালে মারা গেছেন।

বাড্ডার এ এম জেড হাসপাতালের আইসিউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

ডা. সাখাওয়াত কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন এ এম জেড হাসপাতালে বিলিং কর্মকর্তা জুবায়ের আল হাসান।

Comments

The Daily Star  | English
BTCL Logo

BTCL’s Tk 463Cr 5G Project: Huawei’s win marred by controversy

It is often said that government files move at a snail’s pace in Bangladesh, slowing down the speed of project implementation.

11h ago