ভের্নার চুক্তি থেকে সরে আসার কারণ জানালেন লিভারপুল কোচ
অনেক দিন থেকেই ফুটবল পাড়ায় জোর গুঞ্জন আরবি লাইপজিগের জার্মান ফরোয়ার্ড টিমো ভের্নারকে কিনতে যাচ্ছে লিভারপুল। ভের্নারও ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবারই লিভারপুলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত এ চুক্তি থেকে সরে আসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। নাটকীয়ভাবে ঢুকে পড়ে আরেক ইংলিশ ক্লাব চেলসি। তবে কেন লিভারপুল এ চুক্তি থেকে সরে এসেছে তার কারণ ব্যাখ্যা করেছেন ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
স্কাই জার্মানিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের সরে আসার ব্যাখ্যা দিয়ে ক্লপ বলেছেন, 'সব ক্লাবই অর্থ হারাচ্ছে। এ মুহূর্তে কীভাবে আমি এমন একজন খেলোয়াড়কে পাওয়ার চেষ্টা করি যাকে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার পরও ৫০-৬০ মিলিয়ন পাউন্ড খরচ হবে। আপনাকে এটা সিরিয়াস ভাবে করতে হবে এমন একটা ব্যবসা করতে হবে যেখান থেকে নিয়মিত স্বাভাবিক আয় হয়।'
আর্থিক অনিশ্চয়তা আগামী মৌসুমেও থাকতে পারে বলে জানিয়ে ক্লপ আরও বলেন, 'আমাদের কোনো ধারনা নেই যে ক্লাব কতো টাকা আয় করবে, বিশেষ করে আমরা জানিও না আবার কবে থেকে দর্শকদের নিয়ে খেলা শুরু হবে। এ মুহূর্তে যে সকল সমর্থকরা পুরো মৌসুমের টিকেট কিনেছে তাদের টাকা ফেরত দিতে হবে। হয়তো সামনে কোনো টিকেট বিক্রি হবে না। কমপক্ষে প্রথম ১০-১৫ ম্যাচ তো অবশ্যই না। ভিআইপি গ্যালারীও পূর্ণ হবে না, টিকেট বিক্রি হবে না।'
ভের্নারের রিলিজ ক্লজ ৫৩ মিলিয়ন পাউন্ড। শুরু থেকেই এর পরিমাণ কমানোর জন্য কয়েক দফা চেষ্টা করে লিভারপুল। কিন্তু নিজেদের সেরা খেলোয়াড়কে ছাড়তে এক পয়সাও ছাড় দিতে রাজি নয় লাইপজিগ। ফলে মাঝ পথে পিছু হটে লিভারপুল। অন্যদিকে রিলিজ ক্লজের পুরোটাই দিয়ে তাকে কিনে নেওয়ার ইচ্ছা পোষণ করে চেলসি। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, মৌখিক একটি চুক্তিও হয়ে গেছে। চেলসি থেকে বার্ষিক ৯ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন ভের্নার।
Comments