নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

স্টার অনলাইন গ্রাফিক্স

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন ওরফে দুখু (৪৭) নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পোরশার ফকিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও মাদক মামলাসহ ছয়টি মামলা রয়েছে। এ ছাড়াও, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

দেলোয়ার পোরশার অনুথপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছয় মামলার আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোররাতে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে অভিযানে যায় পুলিশ। সে সময় লুকিয়ে থাকা দেলোয়ারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন দেলোয়ার। আহত অবস্থায় দেলোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

‘ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

55m ago