সংসদ সদস্য রণজিত কুমারের করোনা শনাক্ত, সিএমএইচে ভর্তি
যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি আছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সকালে সংসদ সদস্য রণজিৎ রায়ের যশোর শহরের বাসভবন থেকে তিনি এবং তার পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হলে, রাতে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, এমপি রণজিত করোনাভাইরাসে আক্রান্ত।'
সিভিল সার্জন জানান, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। তিনি যশোর সিএমএইচে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সেই অনুযায়ী স্বাস্থ্য বিভাগ থেকে সিএমএইচ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।
রণজিত রায়ের ছেলে রাজিব রায় বলেন, 'বাবাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। আপাতত এই হাসপাতালেই তার চিকিৎসা চলবে। প্রয়োজন হলে ঢাকায়ও নেওয়া হতে পারে।'
Comments