করোনায় ইমপালস হাসপাতালের চিকিৎসক ডা. জলিলুর রহমান খানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের বেসরকারি ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিওলজি) অধ্যাপক ডা. জলিলুর রহমান খান মারা গেছেন।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খান গত তিনদিন ধরে ইমপালস হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন।’
ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. জলিলুর রহমান খানকে নিয়ে করোনায় আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
Comments