কাঁচাবাজার নির্মাণ নিয়ে মানিকগঞ্জে মুখোমুখী অবস্থানে সওজ ও পৌর কর্তৃপক্ষ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ করা কাঁচাবাজারটি আবারও নির্মাণ করা হচ্ছে। এ নিয়ে মুখোমুখি অবস্থানে সড়ক ও জনপথ বিভাগ এবং মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। উভয় পক্ষই আইনিভাবে তাদের ন্যায্যতা দাবি করছে।
ঢাকা-আরিচা মহসড়ক থেকে মানিকগঞ্জ জেলা শহরে ঢোকার মুখে প্রায় ২০ বছর আগে সড়ক ও জনপথ বিভাগের জমিতে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ৩০০ দোকান নিয়ে কাঁচাবাজারটি স্থাপন করা হয়।
রাস্তা প্রশস্থকরণের প্রয়োজনে গত বছরের সেপ্টেম্বর মাসে সড়ক ও জনপথ বিভাগ কাঁচাবাজারটি উচ্ছেদ করে।
ইতিমধ্যে রাস্তা প্রশস্তকরণ এবং ড্রেনের কাজ শেষ হয়েছে। এ অবস্থায় পুনরায় কাঁচাবাজারটি স্থাপনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।
কাঁচাবাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল আওয়াল জানান, একটি কমিটির মাধ্যমে আগের দোকান মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে আরসিসি পিলার এবং টিনের বেড়া ও চাল দিয়ে অস্থায়ীভাবে দোকান ঘর করা হচ্ছে। আলোচনা সাপেক্ষে মাসিক ভাড়াও দিতে হবে দোকান ব্যবসায়ীদের। হিসাবের স্বচ্ছতার জন্য পৌর মেয়র ও বণিক সমিতির নামে যৌথ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নির্মাণ খরচ বাবদ টাকা আদায় করা হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে ওই নির্মাণধীন কাঁচাবাজারে গিয়ে দোকান মালিকদের বিনা অনুমতিতে দোকান ঘর নির্মাণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস-উল- হাসান মারুফ।
তিনি বলেন, এ কাঁচাবাচার নিয়ে হাইকোর্টের নির্দেশনা আছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, ‘ওই জমি সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে পৌরসভার লিজ নেয়া। এ নিয়ে মামলা চলছে। তবে আইনগতভাবেই বর্তমানে সেখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
জমিটি সড়ক ও জনপথ বিভাগের প্রয়োজন হলে ব্যবসায়ীরা সরে যাবেন বলেও জানান তিনি।
Comments