ভারতে সক্রিয় করোনা রোগীর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি

ভারতে এই প্রথম সক্রিয় করোনা রোগীর সংখ্যাকে টপকে গেল সুস্থ হওয়ার সংখ্যা। আজ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন ১ লাখ ৩৩ হাজার মানুষ। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৫ হাজার ২০৬ জন।
HEALTH-CORONAVIRUS-INDIA.jpg
ভারতের লকডাউন শিথিল করায় মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ভোরবেলায় লোকজনকে হাঁটতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

ভারতে এই প্রথম সক্রিয় করোনা রোগীর সংখ্যাকে টপকে গেল সুস্থ হওয়ার সংখ্যা। আজ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন ১ লাখ ৩৩ হাজার মানুষ। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৫ হাজার ২০৬ জন।

এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ২৭৯ জন। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৫৮৩ জন এবং মোট মারা গেছেন ৭ হাজার ৭৪৫ জন।

করোনায় ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। তবে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ গতকাল জানিয়েছেন, মহারাষ্ট্রে এখনো গোষ্ঠী সংক্রমণের প্রমাণ মেলেনি।

যদিও গোটা চীনের চেয়ে এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। চীনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ হাজারের কিছু বেশি মানুষ। যেখানে মহারাষ্ট্রেই আক্রান্ত ৯০ হাজার ৭৮৭ জন।

করোনার উৎসস্থল উহানে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৩ জন, যার মধ্যে মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। অপরদিকে মুম্বাইতে আক্রান্ত হয়েছেন মোট ৫১ হাজার ১০০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দ্রুত হারে সংক্রমণ বেড়েছে।

Comments