করোনায় পুলিশে মৃত্যু বেড়ে ২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে পুলিশের এক পরিদর্শকের মৃত্যুর মধ্য দিয়ে বাহিনীটিতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ২০।
আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫) গতকাল বেলা দেড়টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নওগাঁর আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে তার বাড়ি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু স্বজন ও শুভাকাঙ্ক্ষি রেখে গেছেন। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Comments