চট্টগ্রামের এমপি মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত
চট্টগ্রাম-৮ (বোয়ালখালি-চান্দগাও) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে তার পরিবারের আরও নয় সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ‘আজ পাওয়া ফলাফলে তাদের সবার করোনা পজিটিভ এসেছে। সংসদ সদস্য ছাড়া তার পরিবারের বাকি নয় সদস্য হলেন— তার স্ত্রী, দুই মেয়ে, এক মেয়ের জামাই, তিন নাতি ও দুই গৃহকর্মী।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মোছলেম উদ্দিন আহমদসহ আক্রান্ত সবাইকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তবে, তারা ঢাকার কোথায় চিকিৎসা নেবেন সেটা এখনও নির্ধারণ করা হয়নি।’
‘আক্রান্তদের শরীরে সামান্য জ্বর আছে। এ ছাড়া, সবাই মোটামুটি সুস্থই আছেন’, যোগ করেন তিনি।
Comments