বরাদ্দ কমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে

পুরো দেশ যখন করোনা মহামারিতে বিপর্যস্ত— এমন অবস্থায় আগামী অর্থবছরের বাজেট বরাদ্দে কমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার খাতে।
প্রতীকী ছবি। (সংগৃহীত)

পুরো দেশ যখন করোনা মহামারিতে বিপর্যস্ত— এমন অবস্থায় আগামী অর্থবছরের বাজেট বরাদ্দে কমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার খাতে।

২০১৯-২০ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৯ হাজার ৮৭২ কোটি টাকা। যা কমে আগামী অর্থবছেরর জন্য বরাদ্দ করা হয়েছে ৯ হাজার ৮৩৬ কোটি টাকা।

সরকারি হিসাবে, বর্তমানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ৪৯ জন।

২০২০-২০২১ অর্থবছরের জন্যে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সংসদ সদস্যদের সীমিত উপস্থিতিতে ও কঠোর স্বাস্থবিধি মেনে শুরু হওয়া অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ করছেন তিনি। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।

Comments

The Daily Star  | English

Fashion brands face criticism for failure to protect labour rights in Bangladesh

Fashion brands, including H&M and Zara, are facing criticism over their lack of action to protect workers' basic rights in Bangladesh, according to Clean Clothes Campaign (CCC)..One year after a violent crackdown by state actors and employers against Bangladeshi garment workers protesting

5m ago