স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ৩৫১৫ কোটি টাকা
২০২০-২০২১ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্যে সরকারের বরাদ্দ বেড়েছে ৩ হাজার ৫১৫ কোটি টাকা।
গতবার এই খাতে বরাদ্দ ছিলো ২৫ হাজার ৭৩২ কোটি টাকা, যা এবার দাঁড়িয়েছে ২৯,২৭৪ কোটি টাকা।
এছাড়া, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্যে ১০ হাজার কোটি টকার থোক বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
সব মিলিয়ে করোনাভাইরাস মহামারিতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা স্বাস্থ্য খাতে মোট বারাদ্দের পরিমাণ প্রস্তাব করা হয়েছে ৪১ হাজার ২৭ কোটি টাকা, যা জিডিপির মাত্র ১ দশমিক ৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭ দশমিক ২ শতাংশ।
গতবারের বাজেট প্রস্তাবে মোট বারাদ্দ ছিল জিডিপির ১ দশমিক ০২ শতাংশ এবং মোট বাজেট বারাদ্দের ৫ দশমিক ৬৩ শতাংশ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় বলেন, ‘কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবেলায় গৃহীত কার্যক্রমসমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের জন্যে এ বাজেট প্রস্তাব করা হচ্ছে।’
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সংক্রান্ত কার্যক্রম ১৩টি মন্ত্রণালয় ও বিভাগ বাস্তবায়ন করছে।
Comments