মোংলা বন্দরে জাহাজে চীনা প্রকৌশলীর মৃত্যু
বাগেরহাটের মোংলায় সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ইপিক সেন্ট কিটসে ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ফ্যান হংজির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
মোংলার হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সকাল ১১টার দিকে ভারত থেকে এলপিজি নিয়ে এপিক সেন্ট কিটস নামে একটি বাণিজ্যিক জাহাজ বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করে। সেখান থেকে সন্ধ্যায় তারা আমাদের জানায়, জাহাজের প্রধান প্রকৌশলী অসুস্থ হয়ে পড়েছেন। আমরা একটি মেডিকেল টিম পাঠাই। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, চীনা নাগরিক হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।’
Comments