মেগা প্রকল্পের বিষয়ে নির্দেশনা নেই বাজেটে
করোনাভাইরাসের কারণে পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্পগুলো কিছুটা থমকে গেলেও, সে বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি এবারের বাজেটে। প্রকল্পগুলোর গতি আনার ব্যাপারে বাজেট বক্তৃতায় কিছু বলেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, প্রকল্পের কাজ চলছে। তিনি আরও কিছু প্রকল্পের কথা বলেছেন, যেগুলো আগামী অর্থবছরের মধ্যেই শুরু হওয়ার আশা করা হচ্ছে।
তবে, দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে মার্চ মাসের শেষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে চলমান সবগুলো প্রকল্পই থমকে যায়। কিছু প্রকল্পের কাজ সীমিত আকারে চললেও, অনেক প্রকল্পের গতি এখনও ফেরেনি।
করোনাভাইরাসের কারণে পদ্মা সেতু এবং মেট্রোরেল (এমআরটি)-এর মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে না বলেও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন।
Comments