স্বাস্থ্যখাতে গবেষণায় ১০০ কোটি টাকার তহবিলের প্রস্তাব

স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞা-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন।

স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞা-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘“সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল” দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার জন্য স্বাস্থ্যখাতে অভিজ্ঞ গবেষক, পুষ্টি বিজ্ঞানী, জনস্বাস্থ্য ও সমাজ বিজ্ঞানী, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও সুশীল সমাজ ও অন্যান্য উপযুক্ত প্রতিনিধিদের নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করা হবে বলে।’

তিনি বলেন, ‘করোনার মতো ভবিষ্যতে অন্য মহামারি দেখা দিলে তা মোকাবিলায় টেকসই পদ্ধতি আবিস্কার এবং রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিষয়ে যথাযথ গবেষণার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। স্বাস্থ্য বিজ্ঞান, প্রকৌশল ও গবেষণার কাজে আমাদের জোরালোভাবে সম্পৃক্ত হতে হবে।’

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

4h ago