লালমনিরহাটে শিয়ালের কামড়ে ৫ নারীসহ ১১ জন আহত
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ ও বাঁশটারী গ্রামে শিয়ালের কামড়ে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জন নারী, তিন জন শিশু ও তিন জন পুরুষ।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিয়ালটি স্থানীয় বাঁশঝাড় থেকে বের হয়ে এ তাণ্ডব চালায়। সে সময় শিয়ালটি মারার জন্য লাঠি নিয়ে ধাওয়া করলে শিয়ালটি ওই বাঁশঝাড়ে ঢুকে লুকিয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লিটন ইসলাম জানান, আহতদের মধ্যে তিন জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাঁশঝাড় থেকে হঠাৎই বের হয়ে ছোটাছুটি করতে করতে সামনে যাদেরকে পেয়েছে তাদেরকেই কামড় দিয়েছে শিয়ালটি। শিয়ালটিকে বাঁশঝাড় থেকে ধরার চেষ্টা চলছে।
শিয়ালের কামড়ে আহতদের মধ্যে একজন বাঁশটারী গ্রামের মনিন্দ্র নাথ বর্মনের স্ত্রী ময়না রানী। তিনি বলেন, ‘আমিসহ তিন জন নারী বাঁশঝাড়টির একটু দূরে ঘাস তুলছিলাম। শিয়ালটি হঠাৎ বাঁশঝাড় থেকে বের হয়ে আমাদের পায়ে কামড় দিয়ে রাস্তার দিকে ছুটে চলে যায়। রাস্তায় পথচারী দুই নারীর পায়েও কামড় দেয় শিয়ালটি।’
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. মনজুর মোর্শেদ দোলন বলেন, ‘শিয়ালের কামড়ে আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিলেও প্রত্যেককে জলাতঙ্কের টিকা নিতে হবে।’
Comments