করোনা আপডেট: ফরিদপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নেত্রকোণা

ফরিদপুরে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন। অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুরে করোনায় ৩৬ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। লক্ষ্মীপুরে ৩৬ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
Coronavirus_New_Logo.jpg
ছবি: সংগৃহীত

ফরিদপুরে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মারা গেছেন। অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্মীপুরে করোনায় ৩৬ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। লক্ষ্মীপুরে ৩৬ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

ফরিদপুরে নতুন করে ৫২ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬৫১ জনে দাঁড়ালো। আজ বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক মোল্লা (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া, এক নারীসহ সাত পুলিশ সদস্য, ভাঙ্গা সোনালী ব্যংকের এক কর্মকর্তা ও ফরিদপুরের শিশু হাসপাতালের এক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে ২৩ জনের বাড়ি ভাঙ্গা উপজেলায়, সদর উপজেলার ১৫ জন, বোয়ালমারীর ১০ এবং চরভদ্রাসন ও সালথা উপজেলায় চার জনের বাড়ি। আক্রান্তদের মধ্যে ১৯ জন নারী ও ৩৩ জন পুরুষ।’

নোয়াখালীতে পৌর কাউন্সিলরসহ দুই জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৩

করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালীতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ও মেডিকেল অফিসার ডা. মো. সাইফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে কবিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন (৪০) মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় গত ৭ জুন তিনি নমুনা দিয়েছিলেন। গতকাল রাতে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ পরীক্ষাগার থেকে ফলাফল আমাদের হাতে আসে। তিনি হোম আইসোলেশনে ছিলেন। আজ সকাল ৮টার দিকে বাড়িতেই তিনি মারা যান।’

কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীন বলেন, ‘পুলিশের উপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের টিম স্বাস্থ্যবিধি মেনে ওই জন প্রতিনিধির দাফন সম্পন্ন করেছে।’

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। গত ৬ জুন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। ৮ জুন পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। গতকাল রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

ডা. মোমিনুর রহমান বলেন, ‘নতুন করে ৭৩ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সদর উপজেলায় বাড়ি ৪৫ জনের, চাটখিলে ১২ জন, সোনাইমুড়ীতে সাত জন, কোম্পানীগঞ্জে পাঁচ জন, কবিরহাটে তিন জন ও বেগমগঞ্জ উপজেলায় একজনের বাড়ি।

নারায়ণগঞ্জে করোনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু, রূপগঞ্জ সদর লকডাউনের ঘোষণা

করোনায় আক্রান্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মীরা রানী দাস (৫৪) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সভারে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মীরা রানী দাস রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকার সুমন কুমার দাসের স্ত্রী। আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল আমীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। ৩১ মে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। প্রথমে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৭ মে তাকে কাঁচপুরের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

অতি ঝুঁকিপূর্ণ হওয়ায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ দিবাগত রাত ১২টা থেকে ২১ দিন লকডাউন থাকবে রূপগঞ্জ উপজেলা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়াসহ অনেকে। রূপগঞ্জ উপজেলার চার হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৪২ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে রূপগঞ্জ সদর ইউনিয়নে আক্রান্ত ৭৩ জন।’

জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘লকডাউন নিশ্চিত করতে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।’

লক্ষ্মীপুরে ৩৬ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে ৩৬ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৩৫৮ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সর্বশেষ শনাক্ত ৩৬ জনের মধ্যে সদর উপজেলার ২৩ জন, কমলনগর উপজেলার আট জন, রামগঞ্জ উপজেলার একজন, রামগতি উপজেলার একজন ও রায়পুর উপজেলায় একজনের বাড়ি।’

নেত্রকোণায় সাত পুলিশ সদস্যের করোনা শনাক্ত

নেত্রকোণার দূর্গাপুর উপজেলায় সাত পুলিশ সদস্যসহ আট জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন আক্রান্তদের মধ্যে একজন পুলিশের উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও পাঁচ জন কনস্টেবল আছেন। অন্য জন স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক।’

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘এ পর্যন্ত দূর্গাপুরে নয় জন পুলিশ সদস্যসহ ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

Comments

The Daily Star  | English

Bangabandhu-1 satellite: Another white elephant

The Bangabandhu-1 satellite, one of the marquee projects of the Awami League government, has turned into a financial black hole, costing the state coffer upwards of Tk 1,500 crore.

4h ago