বিকালের এক্সরে রিপোর্টে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের আরও একটু উন্নতি

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমে এসেছে। তবে তিনি এখনো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন।
Zafrullah Chowdhury Potrait-1.jpg
ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: গণস্বাস্থ্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে নেওয়া

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তার ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমে এসেছে। তবে তিনি এখনো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন।

ডা. সাইদুজ্জামান অপুর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘আজ বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের এক্সরে করা হয়েছে। এতে দেখা গেছে, তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ কমে এসেছে। তার শারীরিক অবস্থারও আগের চেয়ে উন্নতি হয়েছে।’

মো. ফরহাদ বলেন, ‘আজ ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা গতকালের চেয়ে ভালো। তাকে সারাক্ষণ অক্সিজেন দিতে হচ্ছে না। এক্সরেতেও উন্নতি পরিলক্ষিত হয়েছে। তবে তার শারীরিক দুর্বলতা আছে। আবারও তার কিডনি ডায়ালাইসিস শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী এখনো গণস্বাস্থ্য নগর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই তার চিকিৎসা চলছে। তাকে আরও কিছুদিন সেখানে থাকতে হবে।’

আরও পড়ুন:

ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার ‘উন্নতি হচ্ছে’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি, ফুসফুসের সংক্রমণ কমেছে

‘অবনতি হয়নি অর্থে উন্নতি হয়েছে’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আবারও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘একটু অবনতি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে

‘আমি সুস্থ হয়ে উঠবো, সুস্থ হয়ে উঠতেই হবে’

‘আমি ভালো আছি’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

বিএসএমএমইউর পরীক্ষাতেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর শিরীন হক ও বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত

ডা. জাফরুল্লাহ চৌধুরীর এবারের উদ্যোগ ‘প্লাজমা ব্যাংক’

আমাদেরই সবার আগে এই কিট বিশ্ববাসীর সামনে আনার সুযোগ ছিল: ড. বিজন

২৫ দিনে ৩০১ শয্যার করোনা হাসপাতালের জন্ম অথবা অপমৃত্যু!

মুক্তিযুদ্ধ, গণস্বাস্থ্য, ডা. জাফরুল্লাহ ও মাছ চোর

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago