শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে না ভারত

গুঞ্জনটা আগেই ছিল। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের এ সময়ে শ্রীলঙ্কা সফর বাতিল করতে পারে ভারত। সে পর্যন্ত সে গুঞ্জনই সঠিক হয়েছে। বাতিল হয়েছে এ সফর। এমনকি জিম্বাবুয়ে সফরেও যাচ্ছে না দলটি। শুক্রবার এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
ছবি: এএফপি

গুঞ্জনটা আগেই ছিল। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের এ সময়ে শ্রীলঙ্কা সফর বাতিল করতে পারে ভারত। সে পর্যন্ত সে গুঞ্জনই সঠিক হয়েছে। বাতিল হয়েছে এ সফর। এমনকি জিম্বাবুয়ে সফরেও যাচ্ছে না দলটি। শুক্রবার এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

চলতি মাসের ২২ তারিখ শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের। যদিও করোনাভাইরাসের ভয়াবহতায় কারণে পরে এ সিরিজ আগস্টে পিছিয়ে নিয়ে যেতে চেয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে এর আগেই পুরো সিরিজটি বাতিল করে দেয় বিসিসিআই।

শ্রীলঙ্কা সিরিজ শেষেই জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল কোহলিদের। ২২ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু কথা ছিল। সে সিরিজও বাতিল করে দেয় বিসিসিআই।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, 'কোভিড-১৯ রোগ আতঙ্কে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে যাবে না। এ সফরটি আসলে আগামী ২৪ জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দ্বীপটিতে যাওয়ার কথা ছিল এবং ২২ আগস্ট থেকে জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল।'

'১৭ মে সংবাদ বিজ্ঞপ্তিতে যেমনটা বলা হয়েছিল, বিসিসিআই তার চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তখনই আউটডোর অনুশীলনের অনুমতি দেবে, যখন পরিস্থিতি পুরোপুরি নিরাপদ হবে। বিসিসিআই আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট ফের চালু করতে বদ্ধপরিকর, কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করতে চায় না।' -যোগ করে আরও জানিয়েছে তারা।

তবে চাইলে আরও অপেক্ষা করতে পারতো বিসিসিআই। কিন্তু ঝুঁকি নিতে না চাওয়ায় দুই মাস পরের সিরিজও বাতিল করে দিয়েছে তারা।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago