অগ্নিদগ্ধ সাংবাদিক নান্নু মারা গেছেন
প্রায় পাঁচ মাসের ব্যবধানে একই ঘরে অগ্নিদগ্ধ হয়ে ছেলের পরে মারা গেলেন বাবা। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরে মারাত্মকভাবে দগ্ধ জ্যেষ্ঠ সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নু আজ সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল দৈনিক যুগান্তরের ক্রাইম বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন নান্নুকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে রেসিডেন্ট সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, ‘সাংবাদিক নান্নুর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
গতকাল নান্নুর স্ত্রী পল্লবী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘নান্নু ভোররাত দেড়টার দিকে কাজ থেকে বাসায় ফেরেন। পরে ৩টার দিকে তার ছেলের রুম ঢোকেন। রুমের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দ হয়।’
আগুন লাগার কারণ হিসেবে দমকল বাহিনীর সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের যোগ ঘটায় আগুন ধরেছে।’
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলা হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, নান্নু ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
Comments