সুন্দরবনের ফিরিংগী অভয়ারণ্য থেকে ৬ মণ মাছসহ ২৫ জেলে গ্রেপ্তার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দোবেকি টহল ফাঁড়ি এলাকার ফিরিংগী অভয়ারণ্য থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ২৫ জন জেলেকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুই মণ ইলিশের জাটকাসহ ছয় মণ সাদা মাছ জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মাছসহ তাদের আটক করা হয়। আটক জেলেদের বাড়ি ভোলা উপজেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকায়।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এম হাসান জানান, সুন্দরবনের দোবেকি টহল ফাঁড়ির আওতাধীন ফিরিংগী নদীর ফিরিংগী অভয়ারণ্য এলাকায় চুরি করে মাছ ধরছে এক দল জেলে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালান তারা। এ সময় দুটি মাছ ধরার ট্রলারসহ ২৫ জন জেলেকে আটক করা হয়। পরে ট্রলার থেকে দুই মণ ইলিশের জাটকাসহ ছয় মণ সাদা মাছ ও ২৫০ মিটার জাল জব্দ করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত জেলেদের বিরুদ্ধে টহল ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। আজ সকালে ২৫ জেলেকে আদালতে পাঠানো হয়েছে।
Comments