লক্ষ্মীপুরে স্কুলশিক্ষার্থী ধর্ষণ-হত্যা: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে নবম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধনে অংশ নেন অর্ধশতাধিক মানুষ।
পালেরহাট পাবলিক হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি নাজমুল করিম টিপু বলেন,
পুলিশের নির্দেশে আমরা মানববন্ধন স্থগিত করেছি। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে
জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছি। না হলে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেছেন।
আজ দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) এ এইচ এম কামরুজ্জামান নিহত স্কুলশিক্ষার্থীর বাড়িতে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এসপি কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে জানান, আলামত দেখে পুলিশের ধারণা হত্যার আগে শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনা জড়িত সন্দেহে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িতদের খুঁজে বের করতে জেলা গোয়েন্দা (ডিবি) সহ পুলিশের একাধিক টিম গতরাত থেকে মাঠে নেমেছে। আশা করছি খুব শিগগিরই অপরাধীদের আটক করতে পারব।
গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে তার মা ও ছোট দুই ভাইবোন ঢাকায় হাসপাতালে ছিলেন।
Comments