সিলেটে আইনজীবী সহকারী হত্যায় দম্পতি আটক
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধোপাঘাট এলাকা থেকে বুধবার বস্তাবন্দী অবস্থায় উদ্ধার আইনজীবী সহকারী ইউনুস আহমদ শামীম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শুক্রবার উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওবাইন রাখাইন।
আটককৃত মৌসুমী বেগম (২৩) ও তার স্বামী রুহুল আমিনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করে এবং তারা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মিডিয়া অফিসার ওবাইন রাখাইন জানান, ইউনুস দীর্ঘদিন ধরে মৌসুমী বেগমকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিশোধে রুহুল আমিন তার এক বন্ধুর সহযোগিতায় সিলেটের বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে বস্তাবন্দী মৃতদেহ ধোপাঘাট এলাকায় ফেলে যান বলেও জানান তিনি।
মৃতদেহটি উদ্ধার হয় গত বুধবার। পরে মৃতের পরিচয় শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই ইউসুফ আহমদ।
Comments