করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

sheikh mohammod abdullah
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন।

আজ রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর পর ধর্ম প্রতিমন্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। এরপর, আমরা জানতে পারি তিনি করোনায় আক্রান্ত ছিলেন।’

উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে মারা যান।

সেসময় সচিব মো. নূরুল ইসলাম ডেইলি স্টারকে বলেছিলেন, প্রতিমন্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

আরও পড়ুন:

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মারা গেছেন

Comments