বেরোবি শিক্ষক সিরাজাম মুনিরার রিমান্ড চায় পুলিশ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরার রিমান্ড চেয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে তাজহাট থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে। গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।’
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পরে ফেসবুকে ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছিলেন সিরাজাম মুনিরা। পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটি সরিয়ে ফেলেন। ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে তাজহাট থানায় মামলা দায়ের করেছেন।
Comments