রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুব্রত মন্ডল (৩৫), শোভ্রতা মন্ডল (৩৩), লিজান মন্ডলের (৬) বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে এবং ট্রাক চালক রিপন শেখের (৩০) বাড়ি চুয়াডাঙ্গা। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার যাচ্ছিলো। গাড়িটি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এছাড়াও সেখানে থাকা একটি রিক্সা দুমরেমুচরে যায়।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে আল্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
Comments