দায়িত্বে অবহেলায় চিলির স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

করোনাভাইরাস মহামারিতে দায়িত্বে অবহেলার অভিযোগে চিলির স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
আলজাজিরা জানায়, তার পরিবর্তে অস্কার এনরিক প্যারিস নামে এক চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার পিনেরা জানান, মানালিচ চিলির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার ‘কঠিন ও মহৎ দায়িত্ব’ পালনের চেষ্টা করেননি।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতি লাখে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হিসাবে শীর্ষে চিলি।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৩৫৫, মারা গেছেন ৩ হাজার ১০১ জন।
Comments