শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়ল ৬ আগস্ট পর্যন্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
স্টার ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শিগগিরই আমরা এই সংক্রান্ত আদেশ জারি করবো।’

‘গ্রীষ্মের ও ঈদুল আজহার ছুটি এই বন্ধের অন্তর্ভুক্ত থাকবে’, বলেন তিনি।

এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। পরে পরিস্থিতি বিবেচনায় বন্ধ বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়।

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

করোনা মহামারির কারণে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। এর কারণে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছ এইচএসসি পরীক্ষাও। একইসঙ্গে প্রাথমিকের প্রথম সাময়িক ও মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষাও স্থগিত রয়েছে। 

Comments

The Daily Star  | English

12th national elections: 731 of 2,716 nominations rejected

Nomination papers rejected mainly for three reasons, says EC joint secretary

51m ago