ঠাকুরগাঁওয়ে নব দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এক নব দম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।
আজ মঙ্গলবার উপজেলার চাপোড় পার্বতীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
নিহতরা হলেন স্বামী বিপুল কুমার রায় (২৩) ও তার স্ত্রী পারুল রানী (২০)। প্রায় আট মাস আগে তাদের বিয়ে হয়। বিপুল পেশায় একজন দর্জি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ডেইলি স্টারকে বলেন, ‘ওই বাড়িতে পালক মা মমিতা বালাকে সঙ্গে নিয়ে বিপুল ও তার স্ত্রী পারুল থাকতেন। গতকাল সোমবার রাতে খাওয়ার পর তারা নিজ ঘরে ঘুমাতে যান।’
তিনি আরও বলেন, ‘আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মমিতা বালা নিজের ঘর থেকে বের হয়ে বিপুলের ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ অবস্থায় বিপুল ও পারুলকে ডেকে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি মেয়ে তাদের ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করেন মমিতা।’
‘পরে প্রতিবেশীরা পুলিশকে সংবাদ দিলে রানীংকৈল থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়’ বলেও জানান পুলিশ কর্মকর্তা।
Comments