নাটোরে কৃষকের মরদেহ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোবারক হোসেন (৪৫) ইকড়ি গ্রামের খয়ের উদ্দিনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল সোমবার ইকরি গ্রামের পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয় এলাকাবাসী।’
‘পরে পুলিশ রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে’ উল্লেখ করে তিনি বলেন, ‘মরদেহের গলায় কালো দাগ এবং কান ও মুখ রক্তাক্ত ছিল।’
তিনি আরও বলেন, ‘লাশটি মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
স্থানীয়রা ডেইলি স্টারকে জানান, গতকাল বিকালে মোবারক হোসেন বাড়ি থেকে সোনাবাজু বাজারের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যায় স্থানীয় কৃষি শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফেরার পথে ইকড়ি এলাকা পাট ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন।
Comments