দুই প্রজন্মের কন্ঠে বাবা দিবসের এক গান

দুই প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও আসিফ আকবর কন্ঠ দিলেন ‘বাবা ছেলের টান’ শিরোনামের একটি গানে।
Syed Abdul Hadi and Asif Akbar
দুই প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও আসিফ আকবর। ছবি: সংগৃহীত

দুই প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও আসিফ আকবর কন্ঠ দিলেন  ‘বাবা ছেলের টান’ শিরোনামের একটি গানে।

আগামী ২১ জুন বাবা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে যাচ্ছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’।

সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর করেছেন কিশোর।

সৈয়দ আব্দুল হাদী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আমাদের সময় যারা গান শুরু করি, তাদের প্রধান সম্পদ ছিল নিজের কণ্ঠ। আসিফের এই সম্পদ আছে। তার গান শুনতে আমারও ভালো লাগে। দুজনে মিলে কণ্ঠ দিলাম একটি ভিন্ন ধারার গানে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’

আসিফ আকবর ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মানুষের মনের মধ্যে স্বপ্ন থাকে। সেই স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো হয় না। ছোটবেলা থেকেই হাদী ভাইয়ের কণ্ঠের ভক্ত আমি। তার সঙ্গে গান গাইতে পেরে সত্যি আমার ভালো লাগছে।’

বাবা দিবস উপলক্ষে আগামী ২০ জুন ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘বাবা ছেলের টান’ গানটি।

Comments