পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে ফেনসিডিল পাচার

লালমনিরহাট সদর উপজেলা থেকে ফেনসিডিলসহ ইয়াসিন আলী (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সূত্র জানিয়েছে, ইয়াসিন ফেনসিডিল বহনে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল ব্যবহার করছিলেন।
Lalmonirhat_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাট সদর উপজেলা থেকে ফেনসিডিলসহ ইয়াসিন আলী (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সূত্র জানিয়েছে, ইয়াসিন ফেনসিডিল বহনে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল ব্যবহার করছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে লালমনিরহাট ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফেনসিডিল পাচারে ব্যবহৃত লাল রঙের পালসার মোটরসাইকেলটির (দিনাজপুর-এ-৯১১৪) মালিক পুলিশ লাইন্সে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ইনস্পেকটর মশিউর রহমান কি না আমরা তদন্ত করে দেখছি।’

গতকাল বুধবার রাতে সাকোয়া এলাকায় লালমনিরহাট-মোগলহাট সড়ক থেকে ইয়াসিন আলীকে আটক করা হয়। তার বাড়ি লালমনিরহাট শহরের পুরান বাজার কালীবাড়ি এলাকায়। তার বাবার নাম বেলাল হোসেন।

সূত্র আরও জানায়, মশিউর রহমান এর আগে আদিতমারী থানায় দায়িত্ব পালন করেছেন। মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এক মাস আগে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সাকোয়া এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, মোটরসাইকেলে দুই জন ছিলেন। ডিবি মোটরসাইকেলটির গতিরোধ করলে একজন সরে আড়ালে চলে যান।

সে সময় নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মোটরসাইকেলে একজনই ছিলেন, তাকে আটক করা হয়েছে। ইয়াসিন মোগলহাট সীমান্ত থেকে শহরের দিকে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন মোটরসাইকেলের মালিকের নাম জানিয়েছেন। পুলিশ তদন্ত করেছে।’

এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করে প্রতিবারই মশিউর রহমানের ফোন বন্ধ পাওয়া গেছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

3h ago