ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: রাবি শিক্ষকের জামিন আবেদন নাকচ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর শিক্ষক কাজী জাহিদুর রহমানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক আবুল হাশেম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তাকে হাজির করা হলে, আদালত তার জামিন আবেদন নাকচ করেন। ভার্চুয়াল শুনানিতে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে, তাও নামঞ্জুর করেন আদালত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সমালোচনা করার অভিযোগে গতকাল বুধবার রাতে আইনজীবী তাপস কুমার সাহা ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানের নামে মতিহার থানায় মামলা করেন।
গতকাল রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুর রহমান রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সহকারী প্রভোস্ট।
Comments