কোভিড-১৯: আরও সংক্ষিপ্ত হচ্ছে বাজেট অধিবেশন

সংসদ সচিবালয়ের কর্মচারীদের মধ্যে বড় একটি অংশ এবং ১২ জন এমপি-মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চলতি বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, সংসদ সচিবালয়ে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আমরা অধিবেশনের বৈঠক যতদূর সম্ভব সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি।
যে ১২ জন এমপির করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ এবং গণফোরামের মোকাব্বির খান বাজেট অধিবেশনের অন্তত দুটি বৈঠকে অংশ নিয়েছেন।
প্রস্তাবিত বাজেট নিয়ে এবার ২০ থেকে ২২ ঘণ্টা বৈঠক চালানোর পরিকল্পনা ছিল। সংসদের সূত্রগুলো জানায়, উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক আট থেকে নয় ঘণ্টায় নামিয়ে আনা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘পরিস্থিতির অবনতি হলে, বাজেট অধিবেশন আরও কমিয়ে আনতে হতে পারে।’
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ জুন, এই দুই দিন প্রস্তাবিত বাজেটের বিষয়ে সাধারণ আলোচনা হবে এবং ২৯ জুন অর্থ বিল সংসদে পাস হবে।
সংসদ অধিবেশন বসার আগে, সংসদের কার্য উপদেষ্টা কমিটি প্রতিটি অধিবেশনের সময়কাল নির্ধারণ করে।
তবে, গত সপ্তম ও চলমান বাজেট অধিবেশনের ক্ষেত্রে, এ কমিটির সভা অনুষ্ঠিত হয়নি। এর পরিবর্তে, কার্য উপদেষ্টা কমিটির প্রধান স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শক্রমে বাজেট অধিবেশনের মেয়াদ ও অন্যান্য কার্যপ্রণালীর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
১০ জুন থেকে শুরু হওয়া সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনে এ পর্যন্ত মাত্র চারটি বৈঠক হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন এবং ১৫ জুন সম্পূরক বাজেট পাস হয়।
১৪ জুন অন্য সব কার্যক্রম স্থগিত করে, আওয়ামী লীগের সাংসদ ও প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও শেখ মো. আদুল্লাহর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। ১৫ জুন অধিবেশন শেষে ২৩ জুন পর্যন্ত অধিবেশন স্থগিত করা হয়।
Comments