বেনাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু
প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবার পচনশীল পণ্য আমদানি শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ৪০ ট্রাক পচনশীল পণ্য প্রবেশ করে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে।
আমদানিকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজ, ফল, মাছ ও পান পাতা।
রাতেই কাস্টমস ও বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে রাজস্ব পরিশোধ করার পর পণ্যগুলো খালাস দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে কয়েকটি পণ্যবাহী ট্রাক কাস্টমস ও বিজিবি চেকপোস্ট অতিক্রম করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা নাইম মিরণ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ৪০ ট্রাক পাচনশীল পণ্য বোনপোল বন্দর দিয়ে আমদানি করা হয়েছে।’
আমদানিকৃত এসব পণ্য থেকে ২ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে পচনশীল পণ্য আমদানি শুরু হওয়ায় বন্দরে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। শ্রমিকদের মধ্যেও আশার আলো দেখা গেছে।’
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবীর তরফদার ডেইলি স্টারকে বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে গত ৭ জুন আমদানি-রফতানি চালু হওয়ার পর সব ধরনের পণ্য আমদানি হলেও পচনশীল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন ধীরে ধীরে বেনাপোল বন্দরের বাণিজ্যক কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে।’
উল্লেখ্য, ভারতে করোনার লকডাউনের কারণে গত ২২ মার্চ থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
Comments