সাহারা খাতুন আইসিইউতে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সাহারা খাতুনের ভাতিজা আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন হঠাৎ করে কমে যাওয়ায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। আগামী ৭২ ঘণ্টা তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন জ্বর, অ্যালার্জি ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন।
গত ৩ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার চারবার করোনা পরীক্ষা করা হয়। তবে ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন আনিসুর রহমান।
তিনি জানান, গতকাল সাহারা খাতুন দেশে সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তবে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন।
সাহারা খাতুনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
Comments