সাবেক এমপি আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজে আইইডিসিআরের ফিল্ড ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।
সাবেক সংসদ সদস্য বদি নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বদি করোনা আক্রান্ত হলেও, তার স্ত্রী টেকনাফ-উখিয়া আসনের বর্তমান সংসদ সদস্য শাহিন আকতারের করোনা শনাক্ত হয়নি বলেও জানান তিনি।
করোনার উপসর্গ নিয়ে বদি ও তার স্ত্রী গত কয়েকদিন ধরে কক্সবাজার শহরে নিজ বাসায় অবস্থান করছিলেন।
তবে, বদি গতকাল বৃহস্পতিবার রাত থেকে কক্সবাজার জেলা শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বদি জানান, তিনি আজ রাত নয়টায় ব্যক্তিগত গাড়িতে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা দিয়েছেন।
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
Comments