মাশরাফি করোনাভাইরাসে আক্রান্ত

mashrafe
ছবি: ফিরোজ আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

নড়াইল এক্সপ্রেস খ্যাত পেসারের ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আগের দিন ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন ৩৬ বছর বয়সী মাশরাফি। শনিবার এসেছে ফল। তার শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের অস্তিত্ব।

মোরসালিন জানান, ‘দুদিন থেকে জ্বরে ভুগছেন তিনি (মাশরাফি)। মনের মধ্যে শঙ্কা তৈরি হওয়ায় গতকাল সন্ধ্যায় তিনি করোনা পরীক্ষা করান। আজ ফল জানা গেছে। পজিটিভ এসেছে। জ্বরের সঙ্গে হালকা গা ব্যথা আছে তার। অন্য কোনো উপসর্গ নেই। তিনি বাসাতেই (ঢাকায়) আইসোলেশনে আছেন। তার স্ত্রী-সন্তানদের কারও উপসর্গ নেই। উপসর্গ দেখা গেলে তাদেরও করোনা পরীক্ষা করানো হবে। আপাতত বাসাতেই তার চিকিৎসা চলবে।’

মাশরাফির শাশুড়ি আর স্ত্রীর বোনও কয়েক দিন ধরে করোনায় আক্রান্ত। কিন্তু তিনি তাদের সংস্পর্শে যাননি। তার পরিবারের লোকজনের ধারণা, অন্য কোনোভাবে আক্রান্ত তিনি আক্রান্ত হয়ে থাকতে পারেন।

দেশে করোনাভাইরাস মহামারির প্রকোপ শুরুর পর থেকে নিজ এলাকা নড়াইলে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন মাশরাফি। স্থানীয় পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতেও কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। সরকারি অনুদান ছাড়াও নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থদের সাহায্য করছেন। অবদান রেখেছেন জাতীয় ক্রিকেটারদের গঠন করা তহবিলেও। দেড় যুগের সঙ্গী ব্রেসলেট নিলামে তুলে পাওয়া ৪২ লাখ টাকা ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’- এর মাধ্যমে দুর্গতদের কাজে লাগাচ্ছেন। তবে সরকারদলীয় এই সংসদ সদস্য বেশ কয়েক দিন ধরেই আছেন ঢাকায়। তবুও করোনাভাইরাসের থাবা থেকে নিস্তার পেলেন না তিনি।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

1h ago