নারায়ণগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করে ঘোরাঘুরি করায় আট জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করে ঘোরাঘুরি করায় আট জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নাহিদা বারিক বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সবার মাস্ক পরা জরুরি। কিন্তু, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। তাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যারা মাস্ক ব্যবহার না করেই বাইরে বের হচ্ছে, তাদের জরিমানা করা হচ্ছে। আজকের অভিযানে আট জনকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে হলে অদৃশ্য শক্তিকে ভয় পেয়ে সচেতনতার মাধ্যমে ভাইরাস মোকাবিলা করতে হবে এবং জয় করতে হবে। শুধুমাত্র সচেতনতাই পারে সকলকে রক্ষা করতে। নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।’

Comments