বগুড়ায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মানিক দাইর চরের দুই শিশু যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিশুরা হলো: রঞ্জু শেখের ছেলে সেলিম এবং মোহাম্মদ আলীর ছেলে হৃদয়। শিশুদুটির বয়স যথাক্রমে নয় ও ছয় বছর।
হৃদয়ের মামা নূর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১১.৩০ থেকে তাদের পাওয়া যাচ্ছেনা। শুনেছি তারা বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে গিয়েছিল। নদীর পানি অনেক বেড়ে গেছে সেই সঙ্গে স্রোত বইছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। হৃদয় এবং সেলিম সম্পর্কে মামা ভাগ্নে। সেলিমের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। এক সপ্তাহ আগে সে এখানে বেড়াতে আসে।
চালুয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় এবং ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছে। তারা এসেছে ৫.৩০ মিনিটে। সন্ধ্যা ছয়টার দিকে তারা উদ্ধার অভিযান শুরু করে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের টিম লিডার শাহ আলম বলেন, আমরা খবর পেয়েছি দুপুর দেড়টায়। এর পরে বগুড়া সহকারী পরিচালক স্যারকে বিষয়টি জানিয়েছি। তিনি আবার রাজশাহীতে ফোন করেছেন। সেখান থেকে চার জন ডুবরি এসেছেন। আমরা এখন উদ্ধার কাজ শুরু করব।
Comments