সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১ বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে কাঠ চুরি করতে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দাদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।
dead body
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে কাঠ চুরি করতে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দাদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক বাংলাদেশি।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

এ ঘটনায় নিহত বাবুল বিশ্বাস (২৬) উপজেলার সাতাল শান্তি বাজার এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত অপর বাংলাদেশি ইন্দ্র বিশ্বাস (২২) এবং তাদের আরও তিন সহকারী বাংলাদেশে ফেরার পর থেকে পলাতক রয়েছেন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল।

তিনি বলেন, ‘আজ (শনিবার) দুপুর দেড়টার দিকে সীমান্তের বর্ধনগ্রাম এলাকা দিয়ে কাঠ চুরির উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের প্রায় আধা কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন ৫-৬ জন তরুণ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বন্দুক দিয়ে গুলি চালায় ভারতীয় খাসিয়া পল্লীর বাসিন্দারা।’

‘এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দুজন এবং সবাই সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সীমান্তের ভিতরে ফিরে আসেন। এরপর গুলিবিদ্ধ একজন মৃত্যুবরণ করেন’, যোগ করেন তিনি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রজি উল্লাহ খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও সীমান্তে টহল অব্যাহত আছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে প্রবেশ না করার জন্য বার বার অনুরোধ জানানো হয়েছে।’

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

8h ago