করোনা উপসর্গ নিয়ে রাজশাহী-রংপুরের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালকের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মুজিবুর রহমান (৫৭)।
আজ শনিবার রাত আটটায় বগুড়ার করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক খায়রুল বাসার মোমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মোমিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মুজিবুর রহমান করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আজ দুপুরে আমাদের হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটায় তার মৃত্যু হয়।’
‘এখানে ভর্তির আগে বগুড়ার বেসরকারি হাসপাতাল টিএমএসএসের ল্যাবে নমুনা দিয়ে আসেন তিনি। তবে, নমুনা পরীক্ষার ফলা এখনও পাওয়া যায়নি’, বলেন ডাক্তার মোমিন।
আগে থেকেই তার উচ্চ রক্তচাপ এবং অ্যাজমার সমস্যা ছিল বলেও জানান ডা. মোমিন।
Comments