জাবির অসহায় ১৬০ পরিবারের পাশে ক্রিকেটার মুশফিকুর রহিম

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ শেষে বর্তমানে এখানে এমফিলের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট ক্রিকেটার মুশফিকুর রহিম।

জাবির ক্যাম্পাস ঘিরে আছে তার হাজারো স্মৃতি। তাই, ক্রিকেটের ২২ গজের মাঠের মনোযোগের বাইরেও ক্যাম্পাসের মানুষের কথা ভোলেননি মুশফিকুর রহিম।

ব্যক্তি মুশফিকুর রহিম কেবল একজন ভালো খেলোয়াড়াই নন, ভালো শিক্ষার্থী এবং ভাল মনের মানুষও।

বিশ্ববিদ্যালয় জীবনের লম্বা সময়ে সহপাঠী, সিনিয়র, জুনিয়র ছাড়াও হল ডাইনিং, হলের বাইরের দোকানিরাও তার কাছের মানুষ হয়ে উঠেছিলেন।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে অসহায় হয়ে পড়েছেন ক্যাম্পাসের এসব অসচ্ছল দোকানিরা। আর সে খবর জানতে পেরেই তাদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন মুশফিক।

ক্যাম্পাসের আশেপাশের প্রায় ১৬০টি পরিবারের হাতে তুলে দিয়েছেন ১৫ দিনের খাবার।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমানের সার্বিক তত্বাবধানে এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

দেশের এই ক্রান্তিলগ্নে মুশফিকুর রহিমের মানবতা ও বিশ্ববিদ্যালয়ে প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেন অধ্যাপক এটিএম আতিকুর রহমান।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী দেবব্রত পাল ও তার বন্ধু আব্দুল্লাহিল মামুন নিলয়সহ আরও অনেকে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিতরণ করা এই খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে ছিলে ১৫ কেজি চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলু ও সাবান।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago