নমুনা দিয়ে ৬ দিন অপেক্ষা, ফল আসেনি

করোনায় আক্রান্তদের শনাক্ত করতে পিরোজপুর থেকে নিয়মিত নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হলেও গত ছয় দিন ধরে পিরোজপুরে কোন প্রতিবেদন আসেনি।
আজ রোববার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী বিষয়টি জানান।
তিনি বলেন, ‘গত ১৫ জুন আমরা সর্বশেষ নমুনা পরীক্ষার প্রতিবেদন পেয়েছি। এরপর গত ছয় দিনে আর কোনো নতুন প্রতিবেদন আমাদের কাছে পৌঁছায়নি।’
তিনি আরও বলেন, ‘পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বরিশালে চাপ বেশি থাকায় সেগুলো ঢাকায় পাঠানো হয়েছে। ফলে পরীক্ষার ফলাফল পেতে কিছুটা সময় লাগছে। এতে করে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।’
প্রতিবেদন পেতে দেরি হওয়ায় সন্দেহজনক ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত কি না তাও জানা যাচ্ছে না। ফলে, তাদের মাধ্যমে অন্যদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে বলে জানান সিভিল সার্জন।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা শহরে করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে গত ১১ ও ১৬ জুন পল্লী চিকিৎসক দুই ভাইয়ের মৃত্যু হয়। ওই দুই পরিবারের সাত জন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখন পর্যন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। ফলে, ওই দুই পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন।
তাদের নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত কোন ব্যবস্থাও গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।
এ পর্যন্ত পিরোজপুর থেকে ১ হাজার ৯৬৯টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরমধ্যে এখনো ৭৪৬টি প্রতিবেদন পাওয়া যায়নি (পেন্ডিং আছে)। জেলায় এ পর্যন্ত ১৩৪ জন করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮২ জন।
Comments