লিভারপুলের হোঁচট, জয় পেয়েছে চেলসি

ছবি: এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন শুরুটা ভালো হয়নি লিভারপুলের। শীর্ষে থাকা দলটি হোঁচট খেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের সঙ্গে। তবে অলরেডরা পয়েন্ট খোয়ালেও ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় পেয়েছে আরেক জায়ান্ট দল চেলসি। অ্যাস্টন ভিলাকে হারিয়েছে তারা।

গুডিসন পার্কে রোববার গোলশূন্য ড্র করেছে লিভারপুল ও এভারটন। অন্যদিকে, ভিলা পার্কে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে চেলসি। চেলসির হয়ে গোল দুটি করেন ক্রিস্টিয়ান পুলিসিচ ও অলিভার জিরুদ। অ্যাস্টনের পক্ষে গোলটি করেন কোর্টনি হাউস।

তবে এদিন শীর্ষে থাকা দলের মতো খেলতে পারেনি লিভারপুল। সে অর্থে গোল করার মতো সুযোগই তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে বেশ কিছু সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় এভারটন। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। বাঁপ্রান্তে দুরূহ কোণ থেকে দারুণ এক কোণাকোণি শট নিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৩১তম মিনিটে অবশ্য সুযোগ ছিল লিভারপুলের। তবে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ফিরমিনোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১তম মিনিটে নিজেদের অর্ধ থেকে বাড়ানো বলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু উড়িয়ে মেরে সে সুযোগ নষ্ট করেন তিনি। ৭৯ মিনিটে প্রায় গোল পেয়ে গিয়েছিল এভারটন। রিচার্লিসনের কাটব্যাক থেকে দারুণ ব্যাকহিল করেছিলেন কালভার্ট-লুইন। তবে ঝাঁপিয়ে পড়ে তা ফিরিয়ে দেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ফিরতি বলে টম ডেভিসের নেওয়া শট ফিরে আসে বারপোস্টে লেগে।

অপর ম্যাচে ৪৩তম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। হাউসের শট প্রথম প্রচেষ্টায় গোলরক্ষক কেপা আরিসাবালাগা ফেরাতে পাড়লেও ফিরতি বল ফেরানোর সুযোগ ছিল না তার। ৬০তম মিনিটে দলকে সমতায় ফেরান বদলি নামা পুলিসিচ। সেসার আসপিলিকুয়েতার ক্রস থেকে বল পেয়ে আলতো টোকায় বল জালে জড়ান এ মার্কিন ফরোয়ার্ড। দুই মিনিট পরই এগিয়ে যায় চেলসি। আসপিলিকুয়েতার আরও একটি ক্রস থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড জিরুদ।

ড্র করলেও ৩০ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে এভারটনের সংগ্রহ ৩৬ পয়েন্ট। তালিকার ১২তম স্থানে আসছে তারা। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। অবনমন অঞ্চলে থাকা অ্যাস্টনের সংগ্রহ ২৬ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago