রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলায় বিরক্ত জিদান

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শীর্ষে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জয়ের চেয়ে এ ম্যাচের মূল আলোচনার বিষয় রেফারিং নিয়ে। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে বার বার এ প্রসঙ্গে কথা বলায় বিরক্তি প্রকাশ করেছেন জিনেদিন জিদান।
ছবি: এএফপি

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার শীর্ষে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জয়ের চেয়ে এ ম্যাচের মূল আলোচনার বিষয় রেফারিং নিয়ে। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে বার বার এ প্রসঙ্গে কথা বলায় বিরক্তি প্রকাশ করেছেন জিনেদিন জিদান।

সোসিয়েদাদের মাঠে রোববার রাতে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে। মার্সেলোর বাড়ানো বল ধরে দারুণ ডি-বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে দিয়েগো লরেন্তে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে চাইলে বিষয়টি এড়িয়েও যেতে পারতেন তিনি।

তবে মূল বিতর্কটা ওঠে ম্যাচের ৬৭তম মিনিটে। গোল পেয়ে গিয়েছিল সোসিয়েদাদ। দূরপাল্লার নিচু শটে জাল খুঁজে নিয়েছিলেন আদনান ইয়ানুজাই। কিন্তু মিকেল মেরিনো অফসাইড পজিশনে থাকায় গোল দেননি রেফারি। যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, বল থেকে বেশ দূরেই ছিলেন তিনি, তার পায়ে কোনো স্পর্শ করেনি।

ভিএআর থাকার পরও এমন রেফারিং হওয়ায় সংবাদ সম্মেলনে বারবারই ঘুরেফিরে এ প্রসঙ্গ উঠে আসে। তাতে বিরক্ত হয়ে জিদান বলেন, 'সব শেষে রেফারি নিয়ে কথা বলা আমাকে এটা খুবই বিরক্ত করছে। এটার মানে এমন যে মাঠে আমরা কিছুই করিনি। আমরা এ ধরণের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা মাঠে জিতেছি এবং আমার মনে হয় জয়টা আমাদের প্রাপ্য ছিল।'

তবে সোসিয়েদাদের বাতিল হওয়া গোল নিয়ে কিছু না বললেও পেনাল্টিটির সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন জিদান, 'আমি এটা (গোল বাতিল) এখনও দেখিনি, তবে অবশ্যই পেনাল্টিটা ঠিক ছিল। এসব জিনিস রেফারিদের ব্যাপার। আমাদের এখানে কোনো হাত নেই। সে তার কাজ করেছে, আর কিছুই না। আমাকে এ সিদ্ধান্তের সম্মান করতে হবে এবং আমার কি করেছি তা নিয়ে। এ জয় আমাদের প্রাপ্য ছিল এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।'

রেফারিং নিয়ে বিতর্কটা শুধু যে এ ম্যাচে এমন নয়, ভ্যালেন্সিয়ার বিপক্ষেও এর আগের ম্যাচে একই বিতর্ক উঠেছিল। ভ্যালেন্সিয়ার একটি গোল বাতিল হয় অফসাইডের অজুহাতে। ভিএআরের সে সিদ্ধান্তেও তীব্র প্রতিবাদ করেছিলেন ভ্যালেন্সিয়ার কোচ।

Comments

The Daily Star  | English

Quake triggers panic, no damage reported

The magnitude 5.6 quake that struck the country in the morning triggered widespread panic, but there was no report of major casualties or damages

2h ago