করোনা উপসর্গে আরও ২ ডাক্তারের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় কার্ডিয়াক সার্জন (অবসরপ্রাপ্ত) ডা. সুনীল কুমার সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ায় দন্ত চিকিৎসক ডা. সৈয়দ শাহনেওয়াজ মারা গেছেন।
Dr. Syed Shahnewaz-1.jpg
ডা. সৈয়দ শাহনেওয়াজ। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় কার্ডিয়াক সার্জন (অবসরপ্রাপ্ত) ডা. সুনীল কুমার সরকার এবং ব্রাহ্মণবাড়িয়ায় দন্ত চিকিৎসক ডা. সৈয়দ শাহনেওয়াজ মারা গেছেন।

ডা. সুনীল কুমার সরকার রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান।

হাসপাতালের এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার অফিসার সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. সুনীল কুমার সরকার করোনা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। গতরাতে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।’

ডা. সুনীল কুমার সরকারের করোনা উপসর্গ থাকলেও তা পরীক্ষা করে দেখা হয়নি বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার চার ঘণ্টা পরেই মারা যান দন্ত চিকিৎসক ডা. সৈয়দ শাহনেওয়াজ (৫০)।

গতকাল রবিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা ডা. সৈয়দ শাহনেওয়াজ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সদরে একটি ডেন্টাল ক্লিনিক পরিচালনা করতেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, ‘প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের লোকজন তাকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর অবস্থার আরও অবনতি হয়ে ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।’

ডা. শওকত আরও বলেন, ‘করোনা পরীক্ষার জন্য হাসপাতালের কর্মীরা ওই চিকিৎসকের নমুনা নিতে চেয়েছিল। কিন্তু পরিবারের লোকজন পরীক্ষা করাবে না জানিয়ে মরদেহ নিয়ে চলে যাওয়ায় নমুনা নেওয়া সম্ভব হয়নি।’

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘করোনায় আজ সোমবার পর্যন্ত ৪৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।’

Comments