কোহলিকে স্লেজিং করা নিয়ে ওয়ার্নারের হুঁশিয়ারি

virat kohli
ছবি: এএফপি

উস্কে দেওয়া হলে বেরিয়ে আসে বিরাট কোহলির আসল রূপ। ব্যাট হাতে তিনি হয়ে ওঠেন অদম্য। তাই ভারতীয় অধিনায়ককে স্লেজিং করার ঝুঁকি নিতে রাজি নন ডেভিড ওয়ার্নার। রূপক ব্যবহার করে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান বলেছেন, ভাল্লুককে খোঁচালে উল্টো তাদের নিজেদের বিপদই বাড়বে।

চলতি বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। করোনাভাইরাসের আঘাত সামলে ক্রিকেট মাঠে ফেরার পথে থাকায় চার ম্যাচের টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ঘরের মাঠে গেল বছর ভারতের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। তারা সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে। বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা পেয়ে স্টিভেন স্মিথ ও ওয়ার্নার না থাকায়, ওই সিরিজে দিশেহারা ছিল অজিরা। চার টেস্টের সিরিজে এক ম্যাচ জিতলেও বাকি তিনটিতে তাদের অবস্থা ছিল যাচ্ছেতাই। বৃষ্টিতে এক টেস্ট বাঁচাতে পারলেও বাকি দুই টেস্টে হেরে যায় দলটি। ফলে ৭১ বছরের চেষ্টায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার কীর্তি গড়ে ভারত।

david warner
ডেভিড ওয়ার্নার। ছবি: আইসিসি টুইটার

ওই হারের বদলা নিতে মুখিয়ে অজিরা। সাজার মেয়াদ শেষে মাঠে ফেরা ওয়ার্নার জানিয়েছেন, তিনিও ভারতের মুখোমুখি হতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। তবে কোহলিকে তাতিয়ে দেওয়া থেকে দূরে থাকবেন তিনি।

সম্প্রতি ইন্ডিয়া টুডে টেলিভিশনের কাছে নিজের উদাহরণ টেনে ওয়ার্নার বলেছেন, ‘আমি দর্শকদের আচরণকে আমার কাজে লাগাই। মাঠে কেউ যখন আমাকে রাগিয়ে দেওয়ার জন্য কিছু বলে, সেটাকে আমি আমার মতো করে কাজে লাগাই।... বিরাট কোহলিও অনেকটা আমার মতো। আপনি তাকে অল্প হলেও যদি রাগিয়ে দেন, তাহলে ব্যাট হাতে তিনি পাল্টা জবাব দেন এবং দারুণ খেলেন। এটা আমরা বারবার দেখতে পেয়েছি।’

তিনি যোগ করেছেন, ‘ভাল্লুককে খোঁচানোর কোনো মানে হয় না। কারণ, আপনি যদি এটা করেন, তাহলে দিনশেষে আপনি ওই ব্যক্তিটিকে আরও বেশি রাগিয়ে দিয়ে বিপদ ডেকে আনলেন।’

Comments

The Daily Star  | English

Trump says Indonesia to face 19% tariff under trade deal

This is significantly below the 32 percent level the president earlier threatened

54m ago