বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। ছবি: সংগৃহীত

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বিষয়টি জানিয়েছেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের আরেক সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি বলেন, ‘গতকাল রাত থেকে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশ। আমরা এফডিএসআর’র পক্ষ থেকে তার আশু সুস্থতা কামনা করছি।’

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

12h ago