মানিকগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শেফালী রানী শীল (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেফালী রানী শীল ভাটার এলাকার রবি শীলের মেয়ে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ‘সকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শেফালীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্বজনরা জানিয়েছেন, শেফালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন থাকায় তিনি আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
Comments